WB Weather Update: প্রবল দাবদাহের মধ্যে বড়খবর, কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে স্বস্তির বৃষ্টি

Tue, 30 Apr 2024-8:17 pm,

রেকর্ড ৪৩ ডিগ্রি ছুঁল কলকাতার পারদ। ৭০ বছর পর আবার ৪৩-এ পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা। এমন চামড়া পোড়ানো গরম আগে কখনও দেখেনি কলকাতাবাসী।-তথ্য-অয়ন ঘোষাল

এরমধ্য়েই খবর হল আজ পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার  তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৭.২ ডিগ্রিতে। -তথ্য-অয়ন ঘোষাল

 

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস হল সন্ধে সাড়ে সাতটার পরে ২-৩ ঘণ্টা মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।  অন্যদিকে, রাত আটটার পরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারের দক্ষিণ ২৪ পরগনাতেও। -তথ্য-অয়ন ঘোষাল

দেশের সবচেয়ে উষ্ণ স্থান বলে মনে করা হয় রাজস্থানের চুরুকে। সেখানে আজকের তাপমাত্রা ৩৬ ডিগ্রি। মঙ্গলবার তার থেকে বেশি তাপমাত্রা কলাইকুন্ডার। -তথ্য-অয়ন ঘোষাল

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  শনিবার পর্যন্ত একইরকমভাবে তাপপ্রবাহে পুড়বে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরের দুই জেলা। রবিবার বৃষ্টি দক্ষিণবঙ্গে। সোম এবং মঙ্গল অর্থাৎ ৬ এবং ৭ মে সেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। তবে ৫ মে থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার। -তথ্য-অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link