শহরে এসেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গলের মেক্সিকান স্ট্রাইকার এনরিকে

Wed, 26 Sep 2018-2:37 pm,

# মঙ্গলবার রাতে কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি-মেক্সিকোর জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার এনরিকে এসকুইদা। সানফ্রান্সিস্কো থেকে দিল্লি হয়ে কলকাতায় আসেন ইস্টবেঙ্গলের এই নতুন স্ট্রাইকার। ছোট্ট মেয়ে ব্রেকিনাকে কোলে নিয়ে রাত ১১ টা নাগাদ এনরিকে বিমান বন্দরের বাইরে বেরোতেই লাল-হলুদ সমর্থকদের স্লোগান দেখে অভিভূত এনরিকে। স্ত্রী দানেলাও উপভোগ করলেন।

# মেক্সিকোর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এনরিকে। ২০০৭ সালে ব্রাজিলে আয়োজিত প্যান আমেরিকান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০০৯ সালে সিনিয়র দলের হয়ে ত্রিনিদাদ-টোবাগোর বিরুদ্ধে গোলও করেছিলেন এনরিকে। মেক্সিকোর সিনিয়র দলের হয়ে সেটাই ছিল তাঁর একমাত্র গোল।

 

# মঙ্গলবার শহরে এসে বুধবারই সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দিলেন মেক্সিকান স্ট্রাইকার এনরিকে।

# বল পায়ে নয়, ফিজিক্যাল ট্রেনিং করেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। সতীর্থদের সঙ্গে আলাপচারিতাও করেন।

# অনুশীলন শেষে এনরিকে জানান , "ইস্টবেঙ্গল সম্বন্ধে খোঁজখবর নিয়ে এসেছি। দলের প্রয়োজনে কোচ যা চাইবেন সে ভাবেই খেলবো। বিমানবন্দরে সমর্থকদের ভালবাসা দেখে আমি অভিভূত। দলের হয়ে ভালো খেলার শক্তি দেবে এই ভালবাসা।"

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link