ইস্ট-ওয়েস্ট মেট্রোর একদিকের সুড়ঙ্গ তৈরি, শিয়ালদহে মাটি ফুঁড়ে বেরোল টানেল বোরিং মেশিন
শ্রয়সী গঙ্গোপাধ্যায়: আরও এক ধাপ পেরোলো ইষ্ট ওয়েস্ট মেট্রো। শিয়ালদহে মাটি ফুঁড়ে বেরোল টানেল বোরিং মেশিন উর্বি।
ইষ্ট ওয়েস্ট মেট্রোর একদিকের টানেল প্রায় তৈরি। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির পটানেল বোরিং মেশিন উর্বি মাটি ফুঁড়ে দেওয়াল ভেঙে বেরিয়ে আসল শিয়ালদহ স্টেশনে।
ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শেষ। সেই সঙ্গে ইষ্ট-ওয়েস্ট মেট্রোর পুরো করিডোরের একদিকের সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হল।
ধর্মতলা থেকে গতবছর চলতে শুরু করেছিল দুটো মেশিন উর্বি আর চন্ডী। কিন্তু বৌবাজারে চন্ডী নামের মেশিনটি দুর্ঘটনাগ্রস্ত হয়।
বন্ধ হয়ে যায় অন্য মেশিন উর্বিরও কাজ। শিয়ালদহ থেকে ১৩ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কোর্টের রায়ে ফেব্রুয়ারি মাসে ফের কাজ শুরু করে উর্বি।