JKCA মামলায় Farooq-সহ অন্যান্যদের বহু কোটি টাকার সম্পত্তি Attach করল ED
জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল নয়ছয় মামলায় ফারুক আবদুল্লা-সহ আরও অনেকের বিপুল টাকার সম্পত্তি অ্যাটাচ করল ইডি।
শনিবার মানি লন্ডারিং অ্যাক্টে ফারুক আবদুল্লা-সহ অন্যান্যদের মোট ১১.৮৬ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। ফলে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে ফের বিপাকে পড়ে গেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
যে সব সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে তা রয়েছে শ্রীনগর ও জম্মুতে।
সম্পত্তিগুলির মধ্যে রয়েছে বাড়ি, মার্কেট ও তিনটি জমি। বর্তমান বাজার মূল্য হিসেব করলে ওইসব সম্পত্তির মূল্য হতে পারে ৬০-৭০ কোটি টাকা।
জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপ মামলায় ইতিমধ্যে একাধিকবার জেরা করা হয়েছে ফারুক আবদুল্লকে। শেষবার তাঁকে জেরা করা হয়ে গত অক্টোবর মাসে।