Price of Egg: আলু, পেঁয়াজ, রসুনের পর ফের মধ্যবিত্তের পকেটে টান! হু হু করে বাড়ল ডিমের দাম...
চম্পক দত্ত: আলু, পেঁয়াজ, রসুনের পর শীতের মরসুমে এবার বাজারে ডিমের দামে আগুন। হঠাৎ করে ডিমের দাম অনেকটাই বেড়ে যাওয়ায় বাজারে দোকানে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান।
একদিকে যখন পাল্লা দিয়ে দাম বাড়ছে আলু পেঁয়াজ, রসুনের।সেই সঙ্গে শীতের শুরুতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিমের দাম। ১ সপ্তাহের ব্যাবধানে হুহু করে বাড়লো ডিমের দাম। বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান।
১ সপ্তাহ আগে প্রতি পিস ডিমের দাম ছিল ৬ টাকা থেকে ৬ টাকা ৫০ পয়সা। প্রতি ট্রে বিক্রি হচ্ছিলো ১৮০ টাকা থেকে ১৮৫ টাকা। এক ধাক্কায় সেই ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে ৮ টাকা করে, প্রতি ট্রে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়াই একদিকে যেমন পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের অপরদিকে কিছুটা হলেও দোকানে কম যাচ্ছেন ডিম প্ৰিয় মানুষেরা। এদিকে ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেকগুলো কারণ লক্ষ্য করছেন সাধারণ মানুষ থেকে বিক্রেতারা।
কেউ কেউ বলছেন বড়ো দিনের জন্য কেক তৈরিতে ডিমের প্রয়োজন হয়, পাশাপাশি শীতের মরসুমে পিকনিক স্পষ্ট থেকে শুরু করে রেস্টুরেন্ট গুলোও খুলে যায় সেই কারণে ডিমের দাম বেড়েছে।
আবার কেউ কেউ বলছেন ফার্মের কস্টিং খরচ বেড়েছে সেই কারণে হয়ত ডিমের দাম বেড়েছে। তবে যাই হোক এক ধাক্কাতে ডিমের দাম বেড়ে যাওয়াতে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন।