Eid-Al-Adha 2023: বৃষ্টির ভ্রূকুটি মাথায় নিয়ে কলকাতায় ঈদ পালন, নমাজে মুখরিত রেড রোড
অয়ন ঘোষাল: ঈদ-উল-আদাহ দ্বিতীয় সবচেয়ে শুভ ইসলামিক উৎসব। এই দিনটি বকরি ঈদ, বকরিদ, ঈদুল আযহা, ঈদ কোরবান বা কুরবান বায়ারামি নামেও পরিচিত। বৃষ্টির মধ্যেই এদিন রেড রোডে প্রায় সাড়ে ৩ হাজার মানুষ জমা নমাজ পড়তে জমা হয়েছিলেন।
এ কুরবানি কেবল পশু কুরবানি নয়। নিজের পশুত্ব, নিজের ক্ষুদ্রতা, নীচতা, স্বার্থপরতা, হীনতা, দীনতা, আমিত্ব ও অহংকার ত্যাগের কুরবানি।
হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় ঈদ-আল-আদাহ। জানা যায়, হজরত ইব্রাহিম, আল্লার স্বপ্নাদেশ অনুযায়ী নিজের ছেলেকে আল্লার কাছে কুরবানি বা উৎসর্গ করতে গিয়েছিলেন।
ভারতীয় মুসলিমদের প্রাচীনতম এবং বৃহত্তম সামাজিক-ধর্মীয় সংগঠন জমিয়াত উলেমা-ই-হিন্দ ঘোষণা করেছে যে ঈদ-উল-আযহা ২৯ জুন উদযাপিত হবে
এই দিনে পশুকে কুরবানি দেওয়ার প্রথা রয়েছে। যদিও কোরানে কুরবানি সম্পর্কে যা বলা রয়েছে, তা হল- “মাংস বা রক্ত কোনটাই আল্লাহর কাছে পৌঁছয় না, পৌঁছয় সকলের মনের পবিত্র ইচ্ছা।”
নতুন চাঁদ দেখেই দু'টি ঈদ শুরু হয়। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্সবে মেতে ওঠেন। এদিন ছোট-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরেন।
বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত গার্ডেনরিচ রোডের রামনগর ক্রসিং থেকে আবদুল খাবির রোড পর্যন্ত রাস্তা, আকরা রোড, পাহাড়পুর রোডের সড়ক থেকে অ্যাসবেস্টস রোড পর্যন্ত রাস্তা, রেলওয়ে লাইন রোডে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে।
ঈদের সকালে রেড রোডে প্রতি বছর নামাজে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে, তবে শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে ইদের নমাজে উপস্থিত থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।