বায়ুসেনার ব্যবহারে সাধারণের জন্য বন্ধ হল দেশের ৮টি বিমানবন্দর : সূত্র

Wed, 27 Feb 2019-2:22 pm,

ভারতের আকাশসীমায় পাকিস্তানের দু'টি F-16 বিমান ঢুকে পড়ায় জম্মু-কাশ্মীর-সহ উত্তর ভারতের আকাশসীমায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

দেশের আটটি বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, শ্রীনগর, জম্মু, লে, অমৃতসর, পাঠানকোট, গগ্গল, দেরাদুন ও চণ্ডীগড়।

বুধবার বায়ুসেনার একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাদের ব্যবহারের জন্যই ওই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হচ্ছে।

তিনমাসের জন্য বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে।

১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এর পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা দেশ। সকলেই পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবি জানিয়েছিলেন।

মঙ্গলবার ভোররাতে পালটা প্রত্যাঘাত করে ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস হয়ে যায় জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি।

তার পর নিয়ন্ত্রণরেখা বরাবর পালটা হামলা চালাচ্ছে পাকিস্তান। বুধবার সকালে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের দু'টি F-16 যুদ্ধবিমান। তার মধ্যে একটিকে ধ্বংস করে দেয় বায়ুসেনা।

এই ঘটনা সামনে আসার ঘণ্টাখানেকের মধ্যেই বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ বন্ধ করে দেওয়া হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link