জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু, এবার ঝাড়গ্রামে
জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু, এবার ঝাড়গ্রামে
সোমবার রাতে গিধনি ও কানিমহুলি রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ডুমুরিয়া ফটকের কাছে একটি বাচ্চা সহ তিনটি হাতি লাইন পার হচ্ছিল।
দূর থেকে তীব্র গতিতে ছুটে আসা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে হয়তো খেয়ালও করেনি তারা।
পরপর তিনটি হাতিকে ধাক্কা মারে ট্রেনটি। দুটি বড় হাতির একটি ট্রেনের ধাক্কায় আপ লাইনের ডানদিকে গিয়ে ছিটকে পড়ে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে যায় তার পেটের একাংশ।
আরও একটি বড় হাতি ট্রেনের ধাক্কায় আপ ও ডাউন লাইনের মাঝখানে গিয়ে পড়ে। শিশু হাতিটির মাথায় গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির।
জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের চালক কিছুক্ষণের জন্য ট্রেন থামিয়ে দেন। সোমবার রাত আড়াইটে থেকে খড়গপুর টাটানগর শাখায় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার বেলা সাড়ে দশটা থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও, বন্ধ ডাউন লাইনের ট্রেন চলাচল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বৈদ্যুতিক তারের খুঁটিও উপড়ে গিয়েছে। দ্রুত লাইন মেরামতি করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।