Elon Musk`s SpaceX: শ্যামবাজার থেকে ধর্মতলায় যাওয়ার আগেই পৌঁছে যান আমেরিকায়! মাত্র ৩০ মিনিটেই সুদূর সাগরপারে...

Soumitra Sen Mon, 18 Nov 2024-7:05 pm,

১৫-১৬ বা ২০-২২ ঘণ্টার ক্লান্তিকর বিমানযাত্রা আর করতে হবে না। এবার মাত্র আধ ঘণ্টাতেই আপনি সেরে ফেলতে পারেন মার্কিনসফর!

না, গাঁজাখুরি গল্প নয়, কল্পবিজ্ঞান নয়, ম্যাজিক নয়, নিছক কল্পনাও নয়, ভাঁওতা তো নয়ই। এবার অসম্ভবই সম্ভব হতে চলেছে-- স্বয়ং মাস্ক লিখেছেন, 'দিজ ইজ নাও পসিবল'! 

কিন্তু কীভাবে 'পসিবল'? এই স্বপ্ন সত্যি হতে চলেছে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের হাত ধরে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, আর্থ টু আর্থ স্পেস ট্রাভেল প্রজেক্টের। নিজস্ব সংস্থা স্পেস এক্সে-র হাত ধরেই এই অসম্ভবকে সম্ভব করার কাজে নেমেছেন মাস্ক।

খুব স্বাভাবিক ভাবেই মাস্কের এই পরিকল্পনা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। শোনা যাচ্ছে, ট্রাম্প ক্ষমতায় এলেই  মাস্ক-কে এই প্রকল্পের জন্য ছাড়পত্র দেবেন।

ছাড়পত্র মিললেই চালু হবে প্রকল্প। তখন লস অ্যাঞ্জেলস থেকে টরেন্টো যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট! লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট! নিউইয়র্ক থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র ৩৯ মিনিট!

আর ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র? জানা গিয়েছে, দিল্লি থেকে সানফ্রান্সিসকো যেতে লাগবে মাত্র আধ ঘণ্টা! এর মানে দাঁড়াচ্ছে, এক্সাইড মোড় থেকে হাওড়া স্টেশন যেতেই যা সময় লাগে, বা শ্যামবাজার থেকে ধর্মতলা যেতে যা সময় লাগে, প্রায় সেই সময়েই একজন ভারত থেকে আমেরিকায় পৌঁছে যাবেন! ভাবা যায়!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link