Sharjah-র ধূ-ধূ মরুরভূমি থেকে বিলাসবহুল ইয়র্ট, ফটোশ্যুটে আগুন ধরালেন Ena
ধূ-ধূ মরুর শুষ্ক ভূমি, তারই মাঝে আগুন ধরালেন অভিনেত্রী অভিনেত্রী এনা সাহা। শারজার মরুভূমিতে ফটোশ্যুট করলেন এনা।
ফটোশ্যুট ফ্লোর লেন্থ ড্রেসে লাস্যময়ী নায়িকা এনা সাহা। তারই কিছু ছবি উঠে এসেছে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।
এই ছবির ক্যাপশানে এনা লিখেছেন, ''It’s not about your reflection it’s about what you see beyond it! ''। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ''এটি আপনার নয় আপনি বাইরে যা দেখেন তার প্রতিচ্ছবি!''
এই ছবি পোস্ট করে এনার ক্যাপশান ''I will hold myself to standard of GRACE not perfection!'' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ''আমি নিজেকে নিখুঁত না করে নিজের মান ধরে রাখব।''
এর আগেও দুবাইতে একটি মিউজিক ভিডিয়োর শ্যুটিংয়ে গিয়েছিলেন এনা। সেসময়ও শ্যুটিংয়ের বেশকিছু ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।
দুবাইয়ের নীল সমুদ্র, বিলাসবহুল ইয়র্টে বসে বোল্ড ফটোশ্যুটে নজর কাড়েন এনা।
বাঘছাল প্রিন্টেড পোশাকে বোল্ড লুকে নজর কাড়লেন এনা।
বহুতলের সামনে গর্জাস কালো গাউনে এনা। ছবিতে অভিনেত্রীর ক্যাপশান, ''I'm a mirror. If you're cool with me, I'm cool with you, and the exchange starts.'' অর্থাৎ আমি আয়না , আমার সঙ্গে যেমন ব্যবহার করব, তেমনই ফিরে পাবে। এভাবেই বিনিময় শুরু হবে।