৬ বলে ৬ ছক্কা, ২৫ বলে সেঞ্চুরি! ঝড় তুলেও রেকর্ড বুকে নাম উঠল না ব্যাটসম্যানের
এক ওভারে ছটা ছক্কা হাঁকালেন। মাত্র ২৫ বল খেল সেঞ্চুরি করলেন। কিন্তু তাঁর এসব রেকর্ড নথিভুক্ত হল না।
যে টি-১০ ম্যাচে উইল জ্যাকস এমন রেকর্ড করলেন সেটির অফিসিয়াল তকমা ছিল না। না হলে যে কোনও ফরম্যাটে সব থেকে কম বল খেলে করা সেঞ্চুরির রেকর্ড হয়ে যেত ২০ বছর বয়সী জ্যাকসের।
দুবাইয়ে আইসিসি’র অ্যাকাডেমিতে ল্যঙ্কাশায়ারের বিরুদ্ধে প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। ৮টি চার ও ১১টি ছক্কা হাঁকালেন জ্যাকস। ৩০ বলে করলেন ১০৫।
কাউন্টির মরশুম শুরুর আগে সারে ও ল্যাঙ্কাশায়ার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। ম্যাচটা সারে ৯৫ রানে জিতেছে। কিন্তু আলোচনার কেন্দ্রে রইলেন সারের উইল জ্যাকস। আন্তর্জাতিক ক্রিকেট সব থেকে কম বল (৩১) খেলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্সের। এদিনের ম্য়াচটি রেকর্ডবুকে থাকলে এবিকে সরিয়ে জ্যাকস নতুন রেকর্ড লিখতেন।