বিশ্বকাপের সেমিফাইনালে আরও একবার কমলা জার্সিতে বিরাটবাহিনী!
নিজস্ব প্রতিবেদন: চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে কমলা জার্সি পরে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। ওই জার্সি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সেমিফাইনালেও ফিরে আসতে পারে ওই জার্সি।
বিশ্বকাপে পয়েন্টের বিচারে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠে গিয়েছে সেমিফাইনালে। খাতায়-কলমে পাকিস্তানের একটা সম্ভাবনা থাকলেও তা অসাধ্য।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওই ম্যাচে তারা ১৪ পয়েন্টেই থেকে যাবে। আবার শ্রীলঙ্কাকে হারালে ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠে আসবে ভারত।
অস্ট্রেলিয়া জিতে গেলে দ্বিতীয় স্থানেই থেকে যাবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে সেমিফাইনালে বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুটি দল একই রঙের জার্সি পরে খেলতে পারবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের খেলায় কমলা জার্সিতে মাঠে নেমেছিল বিরাটবাহিনী। ওই ম্যাচটি হেরেছিল।
ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হলে অ্যাওয়ে দল হওয়ায় কমলা রঙের জার্সিতে ফের নামবে টিম ইন্ডিয়া।
কমলা জার্সিতে অনেকেই গেরুয়াকরণের ছায়া দেখছে। ইতিমধ্যেই মোদী সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে সপা-কংগ্রেস। কমলা জার্সির বিরোধী ও সমর্থকরাও একাধিক মজার মজার ছবি সেঁটেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।