EPFO পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা অনেকটাই বাড়াল কেন্দ্র
লাইফ সার্টিফিকেট না দিলে আটকে যাবে পেনশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্র।
শনিবার কেন্দ্র ঘোষণা করেছে, EPFO-র পেনশন প্রাপকরা তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন আগামী বছরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন দেশের ৩৫ লাখ পেনশন প্রাপক।
কেন্দ্রের শ্রম মন্ত্রকের তরফে দেওয়া এক বিবৃতিতে জানান হয়েছে, ' করোনায় বয়স্ক মানুষজনের সংক্রমিত হওয়ার সম্ভবাবনা অনেকটাই। একথা মাথায় রেখে EPFO সিদ্ধান্ত নিয়েছে জীবন প্রমাণ পত্র বা লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।'
উল্লেখ্য EPFO পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবছর ৩০ নভেম্বর।
সরকার জানিয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে পেনশন প্রাপকদের পেনশন বন্ধ হবে না।