EPFO Recruitment: এবার পিএফ দফতরে চাকরির সুযোগ! জেনে নিন কীভাবে আবেদন করবেন...

Soumitra Sen Tue, 28 Mar 2023-4:53 pm,

২৮৫৯টি পোস্টে লোক নেওয়া হবে। এর মধ্যে ২৬৭৪ টি সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এসএসএ এবং ১৮৫টি পদ স্টেনোগ্রাফারের জন্য। 

এই পদগুলিতে আবেদন করার জন্য ফি দিতে হবে ৭০০ টাকা করে। তবে এসসি এসটি, মহিলা আবেদনকারীদের জন্য এই ফি মকুব করা হয়েছে। 

কী ভাবে আবেদন করবেন? www.epfindia.gov.in সাইটে ঢুকুন হোমপেজ এলে রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করুন।

এর পরই আপনার সামনে খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ফিল-আপ করুন।

একে-একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

সব চেক করে নিয়ে সাবমিট করুন। তবে গোটা বিষয়টির একটা হার্ড কপি রেখে দিন। পরে কাজে লাগতে পারে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link