Eugenie Bouchard: বিকিনিতে রিল্যাক্স করছেন টেনিস সুন্দরী, ওদিকে দরদর করে ঘামছে নেটপাড়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ বছরের কানাডিয়ান টেনিস খেলোয়াড় সম্প্রতি ইনস্টায় আগুন জ্বেলেছেন।
ছাই রঙা বিকিনি পরে ছবি দিয়ে পাগল করেছেন নেটিজেনদের। ফ্যানদের প্রিয় জেনিকে দেখে অনেকেরই মনে হয়েছে স্বপ্নের নারী!
একটি ছবিতে বুশাডকে দেখা যাচ্ছে পুলের ধারে বসে পোজ দিয়েছেন, অন্য ছবিতে তাঁকে দেখা গিয়েছে গাছের ডালে বসে রিল্যাক্স করতে।
এই মুহূর্তে বুশাড বিশ্ব টেনিস ব়্যাঙ্কিংয়ে ৩১৯ নম্বরে। ইনস্টায় ২.৩ মিলিয়ন ফলোয়ার্সকে প্রায়ই ছবি দিয়ে চমকে দেন তিনি।
২০১২ সালের জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়নকে বিগত দুই বছর ভুগিয়েছে চোট-আঘাত।
২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের অগাস্ট পর্যন্ত বুশাড ছিলেন কোর্টের বাইরে। কাঁধে অস্ত্রোপচার হয় তাঁর।
এক সময়ে বুশাড টেনিস সার্কিটে আশা জাগিয়ে ছিলেন, দেখা হচ্ছিল আগামীর তারকা হিসেবে। কিন্তু বুশাড হারিয়ে যান।