অশুভকে আমরা হারাবই, জাগো বাংলা-র শারদ সংখ্যায় লিখলেন মমতা
করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক। অশুভকে আমরা হারাবই, জাগো বাংলা-র শারদীয়াতে এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তথ্য ও ছবি-কমলিকা সেনগুপ্ত
সোমবার তৃণমূলের পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন মমতা। করোনা আবহাওয়ার কথা যেমন নেত্রী বলেন তেমনি শারদীয়া সংখ্যায় তার লেখার পরতে পরতে সেই দুঃখের কথা লিখেছেন।
বিজেপি যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে চাইছে। তা যে এত সহজে হবে না তা স্পষ্ট করেন মমতা। জাগো বাংলা শারদীয়া সংখ্যায় একটা জিনিস স্পষ্ট হয়েছে, একুশের নির্বাচন, বিজেপি ও কেন্দ্র সরকার তৃণমূলের মূল আক্রমণের জায়গা।
সুব্রত বক্সী যেরকম লিখেছেন, একুশের নির্বাচন কঠিন নয় তাত্পর্যপূর্ণ। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকে ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।
পার্থ চ্যাটার্জি শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ করা হয়েছে বলেও লেখেন। নেত্রী থেকে অভিষেক, পার্থ চ্যাটার্জি থেকে শোভনদেব প্রত্যেকের লেখার নিশানায় বিজেপি। শারদীয়া সংখ্যা পড়ে বেশ বোঝা যায় আগামী বছর রাজ্যে নির্বাচন।