তারাপীঠ দর্শনের সাধ মিটবে ঠাকুরপুকুর এসবি পার্কে এলেই, দেখুন ছবিতে
অয়ন ঘোষাল: শ্যামাপুজোর সময় প্রসিদ্ধ কালীতীর্থ দর্শনের বাসনা কার না থাকে? কোভিডকালে সেই আক্ষেপ অন্য ভাবে মেটানোর প্রস্তুতি নিয়েছে ঠাকুরপুকুর এসবি পার্ক।
তাদের পুজোমণ্ডপে গেলে মনে হবে তারাপীঠ বা কঙ্কালীতলার মতো কোনও পীঠস্থানে পৌঁছে গেছেন আপনি।
লাল কাপড়ে মোড়া বাঁশের খাঁচা। তা থেকে লকেটের আকারে ঝুলছে দেবী কালিকার বিভিন্ন রূপ। কোথাও তারা তো কোথাও দক্ষিণাকালী।
দেখলে মনে হবে যেন কোনও পীঠস্থানের পাড়ায় এসে পড়েছেন। মন্দিরে যাওয়ার রাস্তার ধারে সস্তার পাইস হোটেল থেকে চায়ের দোকান সবই আছে।
আরও এগোলে দেখা যাবে ডালার দোকান। পুজো নিবেদনের জন্য ফুল মালা মিষ্টান্ন --- সবই মিলবে এখানে।
তন্ত্রচূড়ামণিতে ৫১ পীঠের তালিকায় কাঞ্চী নামের এই জায়গা ২৮ তম সতীপীঠ, আজকের নাম কঙ্কালীতলা
আছে লজ, হোটেল, দাতব্য চিকিত্সালয়...সব কিছুর সঙ্গে জড়িয়ে মাতৃনাম।
ঠাকুরপুকুর এসবি পার্কের মণ্ডপে এবার এটাই চমক। টি স্টলের বেঞ্চে এমন দৃশ্যও দেখতে পাবেন।
এক পায়ের ওপর আরেক পা তুলে মউজ সে চায়ের উষ্ণতা উপভোগ করছেন এক বহুরূপী। সামনে একটা ছোট্ট বেদী। সেটা পেরোলেই মূল মাতৃ মন্দির। অনুষঙ্গ একেবারে চেনা। ঠিক যেন কোনও প্রাচীন শক্তিপীঠ।