এক্সক্লুসিভ: রথযাত্রায় অনুমতি না দিয়ে বিজেপিকে ফ্যাক্সবার্তা রাজ্যের, দেখে নিন সেই চিঠি
অঞ্জন রায়: ৪২ দিন ধরে বিজেপির রথযাত্রা কর্মসূচির অনুমতি দিল না রাজ্য সরকার। রথযাত্রার নিরাপত্তায় ৫০০০ পুলিস কর্মীকে মোতায়েন করতে হবে, তা কোনওভাবেই সম্ভব নয়। আর তা জানিয়ে পাঠানো হয়েছে তিন পাতার একটি ফ্যাক্স বার্তা।
২৫ থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে থাকবে আনন্দের আবহ। এর মধ্যে রাজনৈতিক কর্মসূচি হলে সামাজিক উত্সবে ব্যাঘাত ঘটতে পারে বলে মত রাজ্যের।
জেলার পুলিস সুপাররা নবান্নকে জানিয়েছেন, বিভিন্ন এলাকা উত্তেজনাপ্রবণ। সেই সব এলাকা দিয়ে রথযাত্রা হলে আইনশৃঙ্খলাপ অবনতি হতে পারে।
নরেন্দ্র মোদী বা অমিত শাহের সভা নিয়ে কোনও আপত্তি নেই রাজ্য সরকারের।
রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। (ছবি সৌজন্যে: অঞ্জন রায়) (তথ্য: অঞ্জন রায়, সুতপা সেন)