গুটকা এবং তামাকজাত পানমশলার ওপর নিষেধাজ্ঞা বাড়াল সরকার

Sukhendu Sarkar Fri, 01 Nov 2019-10:52 am,

সুতপা সেন: গুটকা এবং তামাকজাত পানমশলা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর।

 

৭ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য রাজ্যে গুটকা এবং তামাকজাত পানমশলা মজুদ এবং বিক্রি বন্ধ হচ্ছে।

২৫ অক্টোবর এই নিয়ে নোটিস জারি করেছেন রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্র। যে কোনও পন‍্য যাতে নিকোটিন আছে, তা তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা আইনত দন্ডনীয় করা হল। যদিও এই নির্দেশিকায় সিগারেটের কোনও উল্লেখ নেই।

গুটকা এবং তামাকজাত পানমশলা- ঘরে ঘরে এই নেশার দ্রব্যটি ছড়িয়ে পড়েছে। জনগণের স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকারক। তাই এ রাজ্যে বিক্রি নিষিদ্ধ করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কয়েকবছর আগে গুটকা এবং চিউইং টোবাকো কেনা-বেচার ওপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেন খাদ্য সুরক্ষা কমিশনার। কিন্তু তাতে বাস্তবে কতটা কাজ হয়েছে! তা নিয়ে প্রশ্ন থাকছেই।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link