EXPLAINED | Ajinkya Rahane KKR Next Captain: অভিজ্ঞ রাহানেই KKR ক্যাপ্টেন! অধিনায়কত্বের লড়াই থেকে ছিটকে গেলেন ভেঙ্কটেশ-রিঙ্কু...

Mon, 02 Dec 2024-12:54 pm,

কেকেআরের পরবর্তী কে হবেন? সেই বিষয় নিয়ে নানান জল্পনা ছিল সমর্থকদের মধ্যে। প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে দল। নিলামে বড় বড় নামগুলির দিকে ঝাঁপায়নি। প্রশ্ন বেঁধেছিল কে হবেন পরবর্তী অধিনায়ক?

কিন্তু দলে রয়েছেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ভেঙ্কটেশ আইয়ার, ১৩ কোটির রিঙ্কু সিং। কিন্তু দলের ভাড় থাকছে দেড় কোটির প্লেয়ার অজিঙ্কা রাহানে।

কেকেআর জানায়, কেকেআরের অধিনায়ক হওয়ার জন্য রাহানে ৯০% নিশ্চিত।

প্রথম নয় এর আগেও ক্যাপ্টেন চেঞ্জ করে চমক এনেছে কেকেআর। আগে দীনেশ কার্তিক তারপর তাঁকে সরিয়ে ইয়ন মরগ্যানকে অধিনায়ক করে। কেকেআর সৌরভকে সরিয়ে ব্র্যান্ড ম্যাককালামকে অধিনায়কও করেছিল অতীতে।

সর্বদা কেকেআর এই চমক দিয়ে এসেছে তাই রাহানেকে অধিনায়ক করলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর আগেও রাহানে মুস্তাক আলি ট্রফি, জাতীয় দলের নেতৃত্ব এবং ২০২০-২১ মরশুমে বর্ডার গাভাসকার ট্রফিতে বিরাট কোহলি না থাকায় রাহানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে কেকেআরের কাছে রাহানের থেকে ভালো বিকল্প নেই।       

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link