Bird Flu H5N1 Pandemic: মারণ হার ৫০ শতাংশ, কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারী আসছে....?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা!
বার্ড ফ্লুর H5N1 প্রজাতির স্ট্রেইন নিয়ে আলোচনা করতে গিয়ে এমন আশঙ্কার কথা-ই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু-র এই স্ট্রেইনের মারণ ক্ষমতা কোভিডের কয়েকশো গুণ বেশি। মারণ হার ৫০ শতাংশ।
যার ফলে বিশ্বজুড়ে কোভিডের চেয়েও ১০০ গুণ ভয়ংকর মহামারীর আশঙ্কা।
পিটসবার্গের বিশিষ্ট বার্ড ফ্লু বিশেষজ্ঞ ড. সুরেশ কুচিপুড়ি সতর্ক করেছেন, এই H5N1 ফ্লু মানুষ সহ ব্যাপক সংখ্যায় স্তন্যপায়ীদের সংক্রামিত করতে পারে।
তিনি আরও বলেন, এটা এমন কোনও ভাইরাস নয় যার সংক্রমণ এখনও শুরু হয়নি। বরং বিশ্বজুড়ে এই ভাইরাস বর্তমান।
এই ভাইরাসের জেরে সংক্রমণ শুরুও হয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এই ভাইরাসে সংক্রামিত প্রতি ১০০ জন রোগীর মধ্যে ৫২ জনেরই মৃত্যু হয়েছে।
WHO-এর তথ্য অনুযায়ী, ৮৮৭ জন বার্ড ফ্লু আক্রান্তের মধ্যে ৪৬২ জনই প্রাণ হারিয়েছেন।