Extremely Severe Cyclone: এবার ধেয়ে আসছে ভয়ংকর তীব্র এক ঘূর্ণিঝড়! সাগরের বুকে ঢেউয়ের পাহাড়, পরবর্তী ৪৮ ঘণ্টা...

Soumitra Sen Sun, 06 Oct 2024-3:33 pm,

বিশ্বজুড়ে ঝড়-হারিকেন-টর্নেডো! কখনও ক্রাথন, কখনও কির্ক, কখনও ডিপ ডিপ্রেশন এবং তা থেকে সাইক্লোন। 

কখনও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। কখনও তা থেকে সিভিয়ার সাইক্লোনের চোখরাঙানি।

তবে এবার কেন্দ্র আরবসাগর। ক্যাটেগরির দিক দিয়ে এটি হতে চলেছে 'এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন'। 

এর জেরে কর্ণাটকে ও কেরালায় প্রবল বৃষ্টি হবে বলে বলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে গুজরাটও ভেসে যাবে। 

সাধারণত বঙ্গোপসাগরই উত্তাল থাকে, আরবসাগর তুলনায় অনেক শান্ত। কিন্তু এবার উল্টো কাণ্ড ঘটতে চলেছে। আর এর জেরে নবরাত্রি, দশেরার উৎসবমুখরিত অঞ্চল বেশ শঙ্কিত হয়ে আছে।

মোটামুটি তথ্য হল এরকম: আগামী ১১ অক্টোবর আরবসাগরে এই ঝড়টি তৈরি হবে। এটি ১৬ বা ১৭ অক্টোবরে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হবে। ঠিক কবে কেথায় কখন এর ল্যান্ডফল-- তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে রবিবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা খুবই সতর্ক হয়ে পর্যবেক্ষণ করতে হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link