আফগান ইউজারদের `বিশেষ সুরক্ষা` দিচ্ছে Facebook-Twitter, তালিবানের থেকে বাঁচতে বড় সিদ্ধান্ত

Fri, 20 Aug 2021-2:48 pm,

তালিবান নিয়ে চিন্তায় রয়েছে সোশাল মিডিয়াও। আফগান নাগরিক সোশাল সুরক্ষাও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে তাঁরা। 

ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন জানিয়েছে, আফগানিস্তান দখল করার পর তালিবানদের হাত থেকে আফগান নাগরিকদের সোশাল অ্যাকাউন্ট সুরক্ষিত করতে জন আফগান বিশেষ ব্যবস্থা নিচ্ছে তাঁরা। 

 

ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইচার বৃহস্পতিবার টুইট করেছেন যে, সোশ্যাল মিডিয়া কোম্পানিটি আফগানিস্তানে বন্ধুদের অ্যাকাউন্টের তালিকা দেখার বা অনুসন্ধান করার ক্ষমতা সাময়িকভাবে সরিয়ে দিয়েছে। অর্থাৎ কে কার বন্ধু বা মিউচুয়াল ফ্রেন্ড তা চাইলেও দেখা যাবে না। 

তিনি আরও বলেন, ফেসবুক আফগানিস্তানে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লক করার জন্য ‘one-click tool’ চালু করেছে। এর মানে হল যে যারা তাদের ফেসবুক বন্ধু নয় তারা তাদের টাইমলাইন পোস্ট দেখতে বা তাদের প্রোফাইল ফটো শেয়ার করতে পারবে না।

টুইটার ইনকর্পোরেটেড জানিয়েছে, আফগানিস্তানের গ্রুপগুলোকে সাহায্য করার জন্য তাঁরা নাগরিক সমাজের একাংশের সঙ্গে যোগাযোগ করছে।

কিছু বিষয়ে টুইটগুলি সরানোর জন্য সরাসরি অনুরোধ করা হচ্ছে তাঁদের। 

টুইটার আরও বলেছে যে যদি ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করতে অক্ষম হন,সেক্ষেত্রে আপাতত অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যাবে না। 

সংস্থার মতে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেই কারণেই এই সিদ্ধান্ত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link