এবি ডিভিলিয়ার্সের পর এবার অবসরের প্রহর জানিয়ে দিলেন ফাফ ডুপ্লেসি

Suman Majumder Sat, 17 Nov 2018-1:18 pm,

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আরও বড় শূন্যস্থান তৈরি হতে চলেছে। কয়েক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডিভিলিয়ার্স। এবার ফাফ ডুপ্লেসি জানিয়ে দিলেন, তিনিও অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স ও ফাফ ডুপ্লেসির বন্ধুত্ব সর্বজনবিদীত। কেরিয়ারের শুরু থেকেই ফাফ ও এবি একে অপরের ভাল বন্ধু। 

২০১২-তে অস্ট্রেলিয়া অ্যাডিলেডে টেস্ট অভিষেক হয়েছিল ডুপ্লেসির। প্রথম ম্যাচেই প্রায় গোটা একদিন ব্যাট করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি। 

ডুপ্লেসি বলেছেন, ''গোটা কেরিয়ারে আমি বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে আলাদা উত্তেজনা বোধ করেছি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামলে সেই উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। আমি জানি না, টিম ম্যানেজমেন্ট ২০২০ টি-২০ বিশ্বকাপের দলে আমাকে ভাববে কিনা। কিন্তু আমি এখন থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ অনুভব করছি।''

এর পরই ফাফ ডুপ্লেসি অবসরের সিদ্ধান্তের কথা জানান। বলেন, ''অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হলে আমি সব সময় নিজের সেরাটা উজাড় করে দিতে চেষ্টা করি। তাই টি-২০ বিশ্বকাপ আমার কাছে অন্যরকম একটা উত্তেজনা। ২০২০ বিশ্বকাপ আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।''

এবির পর এবার ফাফ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ইতিমধ্যে ডুপ্লেসির এমন সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। ডুপ্লেসি জানিয়েছেন, টি-২০ ক্রিকেট ভবিষ্যত। আর ক্রিকেটের ছোট ফরম্যাটে কমবয়সী ক্রিকেটারদের প্রাধান্য থাক উচিত। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link