`বিশ্বাস` যে কোনও সম্পর্কের স্তম্ভ, তবে অযথা গোপনীয়তার লক্ষণ দেখলেই সতর্ক হন
বিশ্বাস আছে বলেই সম্পর্কে থেকে একসঙ্গে থাকা যায় কিন্তু অন্ধবিশ্বাস করাটা কোনও সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, যদি দেখেন আপনার পার্টনার যে কোনও কারণেই ঘন ঘন গোপনীয়তা বজায় রাখছে তাহলে সতর্ক হন।
আপনি আপনার পার্টনারের সঙ্গে থাকার কারণে, একটু লক্ষ্য করলেই তাঁর ব্যবহার ও আচরণের পরিবর্তন খুব ভাল করেই বুঝতে পারবেন, তাই আলাদা করে সন্দেহ প্রকাশ করে নিজেদের মধ্য়ে ভুলবোঝাবুঝি বাড়াবেন না, বরং সম্পর্কে বিশ্বাস রাখুন, পার্টনারের ব্যবহারে কিছু পরিবর্তন লক্ষ্য় করলে তাঁকে সরাসরি জানান।
আপনার যদি মনে হয় আপনাকে কিছু ভুল জানাচ্ছে বা ক্রমাগত মিথ্যে বলছে অথচ আপনার কাছে কোনও প্রমাণ নেই, এমনটা ঘটলে সতর্ক থাকুন।
আপনার পার্টনার যদি আপনাকে তাঁর জীবনের কোনও মানুষ সম্পর্কে না জানায়, তাহলে তাঁকে সরাসরি জিজ্ঞেস করুন কেন আপনার থেকে লুকোচ্ছে।
আপনার বন্ধু এবং পরিবারের পার্টনারকে পছন্দ না হতেই পারে তবে তাঁকে যাতে কারুর থেকে অপমানিত হতে না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। আপনার পছন্দের লোকেরা যদি আপনার পার্টনারকে পছন্দ না করে তবে এটি অন্যায় এবং ক্ষতিকারক বলে মনে হতে পারে তবে এটি আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে।
আপনার পার্টনারকে অযথা সন্দেহ না করাই ভাল, যদি তিনি ক্রেডিট কার্ড, সেলফোন, ইমেল অ্যাকাউন্ট, ইত্যাদি সংক্রান্ত বিষয়ে গোপনীয়তা রাখতেই পারে তবে, যদি আপনাকে এড়িয়ে ঘন ঘন ফোনে কথা বলে অথবা আপনি তাঁর ফোনের কাছাকাছি থাকলেই তিনি অস্বস্থি বোধ করেন তাহলে অবশ্যই তাঁকে প্রশ্ন করুন সরাসরি, যে কোনও সম্পর্কের জন্য বিশ্বাস অটুট বন্ধন।