বেলেঘাটা আইডির উল্টোদিকেই নকল স্যানিটাইজার তৈরির রমরমা কারবার! দেখুন ছবি
অয়ন ঘোষাল: বাঘের ঘরে ঘোঘের বাসা। বেলেঘাটা আইডি হাসপাতালের ঠিক উল্টো দিকেই রমরমিয়ে চলছিল নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বটলিংয়ের কাজ।
জন্মেজয় রোডের একাধিক বাড়িতে গত ৩-৪ দিন ধরে রমরমিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি চলছিল বলে অভিযোগ। তীব্র কটু গন্ধে এলাকাবাসীর টেকা দায় হয়ে যাচ্ছিল।
অভিযোগ, স্থানীয় সুমিত ঘোষ নামে এক যুবক চাউলপট্টি এলাকায়র গরিব বাসিন্দাদের মোটা টাকার লোভ দেখিয়ে নকল স্যানিটাইজার তৈরির কাজে লাগিয়েছিলেন।
বিষয়টি স্থানীয় কাউন্সিলর পবিত্র বিশ্বাসের কানে গিয়ে পৌঁছয়। এদিন তিনি নিজে চাউলপট্টি এলাকায় বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে পেটি পেটি নকল স্যানিটাইজার উদ্ধার করেন।
নকল স্যানিটাইজারগুলি উদ্ধারের পর বেলেঘাটা থানায় জমা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত।