ভেঙে পড়েছে ইভলিউশন থিয়োরির স্মৃতি বিজড়িত Darwin`s Arch

Soumitra Sen Thu, 20 May 2021-7:15 pm,

ভেঙে পড়ছে বিখ্যাত Darwin's Arch। এই আর্চ সুবিখ্যাত Galapagos Islands-য়ে। জানা গিয়েছে আর্চের  মাথার অংশ ভেঙে পড়ে গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, পাথরের প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলেই এই ধস। Ecuador's Environment Ministry সোমবার তাদের ফেসবুক পেজে এই খবর জানিয়েছে।  সেখানে দেখা যায়, আর্চের উপরের বাঁকা অংশটুকু ধসে পড়েছে। নিচে পড়ে আছে ভাঙা পাথরের স্তূপ।

প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত এই ডারউইনস আর্চ। মহাসাগরের অপার সুনীল জলরাশির মধ্যে তোরণসদৃশ  এই প্রাকৃতিক শিলাখণ্ড দৃশ্য হিসেবে অপূর্ব। এরই উপরের অংশটি ভেঙে পড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই ডারউইনস আর্চ। 

এই পাথরের আর্চটি ১৪১ ফুট উঁচু, ২৩০ ফুট দীর্ঘ, ৭৫ ফুট প্রশস্ত। বিখ্যাত Darwin Island-য়ের আধ মাইলের মধ্যেই এটি অবস্থিত।

ব্রিটিশ প্রকৃতিবিদ এবং বিশ্বের প্রাণীজগতের বিবর্তন তত্ত্বের উদগাতা চার্লস ডারউইনের নামে এই আর্চের নামকরণ করা হয়। মূল ভূখণ্ড থেকে প্রায় ৯৬৫ কিমি পশ্চিমে প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের সীমানাভুক্ত। 

এই দ্বীপপুঞ্জের প্রাণী ও উদ্ভিদের (flora and fauna) বৈচিত্র্য অসাধারণ। সেই কারণেই চার্লস ডারউইন তাঁর কাজের জন্য এই দ্বীপটি বেছে নিয়েছিলেন। এবং Ecuador  থেকে সুদূর এই দ্বীপে থেকে পর্যবেক্ষণ করতে করতেই তিনি তাঁর বিবর্তন (evolution) তত্ত্ব তৈরি করেছিলেন। শুধু স্থলচরই নয় এই দ্বীপটির সংলগ্ন জলে বিচিত্র জলজ প্রাণী ও উদ্ভিদও দেখা যায়। 

গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ২৩৪টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে মাত্র চারটিতে হাজারতিরিশেক মানুষ থাকেন। এই দ্বীপপুঞ্জের অপরূপ জীববৈচিত্র্যের টানে আজও এখানে ছুটে যান পর্যটকেরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link