ত্রিকোণ প্রেমের বহর, বিবাহবিচ্ছিনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের যে তারকারা
মিরাজ উর রহমানের সঙ্গে সংসার করাকালীনই মান্যতার (দিলনওয়াজ শেখ) প্রেমে পড়েন সঞ্জয় দত্ত। এরপর মিরাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন মান্যতা। যদিও বিচ্ছেদে রাজি হননি মিরাজ। এরপর মান্যতা ফের আদালতের দ্বারস্থ হন এবং মিরাজের সঙ্গে বিচ্ছেদ আদায় করেন। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই সঞ্জয় দত্ত বিয়ে করেন মান্যতাকে
কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদের পর মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন যোগিতা বালি
মুম্বইয়ের ব্যবসায়ী গৌতম বেরির সঙ্গে সংসার করাকালীনই কিরণ খেরের প্রেমে পড়েন অনুপম খের। এরপরই কিরণকে বিয়ে করেন অনুপম
বাঙালি পরিচালক অজয় বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদর পর গুলজারকে বিয়ে করেন রাখি গুলজার
প্রথম স্ত্রী রাজলক্ষ্মী খানভিলকারের সঙ্গে বিচ্ছেদের পর সমীর সোনি বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারিকে। প্রসঙ্গত রোহিত সেঠিয়ার সঙ্গে বিচ্ছেদের পরই সমীর সোনির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নীলম কোঠারি
বলিউড অভিনেতা সমীর সোনির সঙ্গে বিচ্ছেদের পর রাজলক্ষ্মী খানভিলকার 'আশিকি' অভিনেতা রাহুল রয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। ২০০০ সালে বিয়ে করেন তাঁরা। বিয়ের ৪ বছরের মধ্যেই অর্থাত ২০১৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের
সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়া পিল্লাইকে বিয়ে করেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তবে রিয়া পিল্লাইয়ের সঙ্গেও বেশিদিন বিয়ে টেকেনি লিয়েন্ডারের