Allu Arjun Arrest: `হাসি মুখে হাতে কফি নিয়েই পুলিস ভ্যানে অল্লু অর্জুন!`, `পুষ্পা`র গ্রেফতারি নিয়ে তোলপাড় নেটপাড়া...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুষ্পা টু ৮ দিনে শুধু ভারতে আয় করেছে ৮২২.৭ কোটি। বিদেশে আয় করেছে ১৯০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। কিন্তু এই বিশাল সাফল্যের মাঝেই দুঃসংবাদ।
শুক্রবার সকালে বাড়ি থেকেই গ্রেফতার হন অল্লু অর্জুন। কিন্তু কী কারণে এই গ্রেফতারি?
কিছুদিন আগেই জানা গিয়েছিল, 'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মৃতার নয় বছরের ছেলেকে।
সেই ঘটনার খোদ ছবির নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিস।
এই ঘটনাতেই শুক্রবার সকালে এসসিপি-র নেতৃত্বে পুলিসের একটি দল অভিনেতার বাড়ি পৌঁছায়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে।
অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় তারকাকে।
হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে স্ক্রিনিং ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা। সাধারণ দর্শকদের সঙ্গে ছবি দেখতে হাজির ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন।
রাত সাড়ে দশটা যখন অল্লু অর্জুন যখন পৌঁছন, তখন কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না। তখনই ঘটে ভয়ংকর বিপত্তি।
এদিন গ্রেফতারির সময়েই দেখা যায় মুখে হাসি অভিনেতা। কফি খেতে খেতেই পুলিসের সঙ্গে বেরিয়ে যান। কথা বলেন তাঁর টিমের সঙ্গেও।
অল্লুর এই গ্রেফতারি নিয়ে দু'ভাগে বিভক্ত নেটপাড়া। এক ফ্যানের দাবি, 'এই ঘটনায় অল্লুর গ্রেফতারি হাস্যকর।'
নেটপাড়ায় অল্লু অনেক ফ্যানই পুলিসের দিকেই আঙুল তুলেছে। কেন যথাযথ নিরাপত্তা নেওয়া হয়নি, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
একদলের দাবি, 'স্টার বলে কী তার কোনও দায়িত্ব নেই? পুলিস ঠিক সিদ্ধান্ত নিয়েছে'।