Olympics এর কোর্ট থেকে Fashion ramps সবেতেই সাবলীল এই ব্যাডমিন্টন তারকা

Thu, 05 Aug 2021-11:40 am,

শুধুমাত্র খেলার কোর্টেই নয়, আধুনিক সাজে পার্টি থেকে ঘরোয়া অনুষ্ঠানে এই ব্য়াডমিন্টন তারকার স্টাইল স্টেটমেন্ট কোনও অংশে  সেলেবদের থেকে কম নয়, দেখে নিন তাঁর আকর্ষণীয় লুক যা চাইলে আপনিও অনুসরণ করতে পারেন। 

পিভি সিন্ধুর ব্রোঞ্জ জয়ে র পথে হার শুধু চাইনিজ তাইপেই তাই জু-ইংয়ের কাছে।

মোট ৬জন ভারতীয় মহিলা Olympics এ পদক জিতেছেন কিন্তু জোড়া পদক শুধুমাত্র সিন্ধু ছাড়া আর কারুর নেই। 

সিন্ধু 2013 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার জন্য প্রথম ভারতীয় মহিলা শাটলার হয়েছিলেন কারণ সিন্ধু উভয় সংস্করণেই ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

 পিভি সিন্ধু (PV Sindhu) Arjuna Award, Padma Shri এবং Rajiv Gandhi Khel Ratna অর্জন করছেন। 

সিন্ধুকে এই ছবিতে গ্ল্যামার কুইনের মতো ভঙ্গিতে দেখাচ্ছে। অবশ্যই, পদকগুলি শেষ হয়ে গেলে তার বিকল্প ক্যারিয়ার হিসেবে মডেলিং বিকল্প থাকতে পারে।

২০১২ ছিল সিন্ধুর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল, পিভি সিন্ধু বলেন, ২০১২ সালে চিন ওপেনে তৎকালীন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন লি জুয়েরুইকে পরাজিত করে সিনিয়র সার্কিটে সফল হওয়ার তার সংকল্পকে শক্তিশালী করেছে।

 কোনও সিনে সেলেবদের থেকে কম নন এই ব্যাডমিন্টন তারকা। 

এই ব্যাডমিন্টন  তারকাকে খেলার মাঠ ছাড়াও  অন্য প্রাঙ্গনে দেখা যায়, সিন্ধুকে ব়্যাম্পেও দেখা গিয়েছে। 

সম্প্রতি তিনি Olympics এ ব্রোঞ্জ এনে দিয়েছেন ভারতকে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে দু’টি অলিম্পিক্স পদক পেয়েছেন তিনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link