Father`s Day : পিতৃদিবসে বাবাকে নিয়ে স্মৃতিমেদুর মিমি, নুসরত, শ্রাবন্তীরা
পিতৃদিবসে বাবার সঙ্গে সুন্দর একটি মুহূর্ত তুলে ধরেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। যে ছবিতে বাবাকে নিজের হাতে খাইয়ে দিতে দেখা গেছে। সোহম লিখেছেন, ''শুভ পিতৃদিবস বাপী। তুমিই আমাদের সকলের মূল স্তম্ভ। সবসময় সুস্থ আর খুশি থেকো। ''
পিতৃদিবসে বাবার সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে নুসরত জাহান লিখেছেন, ''আমার বাবা-ই আমার প্রথম হিরো। শুভ পিতৃদিবস।''
পিতৃদিবসে বাবার সঙ্গে ছোটবেলার একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন নুসরতের 'বোনুয়া' মিমি চক্রবর্তীও। যার ক্যাপশান ছিল 'পাপা মেরে পাপা'।
পিতৃদিবসে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। একটি ছবিতে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা গেছে কোয়েলকে আরেকটি ছবিতে ছেলে কবীরের সঙ্গে দেখা গেছে কোয়েলের স্বামী নিসপাল সিং রানেকে।
পিতৃদিবসের পোস্টে কোয়েল লিখেছেন, ''সবচেয়ে প্রিয় বাবাদের পিতৃদিবসের শুভেচ্ছা জানাই............কোনওকিছু না বলেই ৩৬৫ দিন কেটে যায়। ''
পিতৃদিবসে বাবার সঙ্গে শুট করা একটি পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে অভিনেত্রীর বাবাকে বলতে শোনা যাচ্ছে ''আমার মেয়ে শ্রাবন্তী আমার জীবনে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। ছোট থেকেই ও আমার নেওটা ছিল।'' অভিনেত্রীর বাবার কথায়, তিনি তাঁর মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারেন। পাহাড়ে উঠতে পারেন, সেখান থেকে ঝাঁপও দিতে পারেন।
পিতৃ দিবসে স্মৃতি রোমন্থন করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ''আমার মূল্যবান অ্যালবাম থেকে একটি সাদা-কালো মুহূর্ত... আমার মা, বাবা, আমার সবচেয়ে প্রিয় ঠাকুমা আর ছোট্ট আমি। তোমাকে মিস করি বাবা... তোমাকে ভালোবাসি।''
পিতৃদিবসে লম্বা একটি মন খারাপ করা পোস্ট করেছেন অপরাজিতা আঢ্য। জানিয়েছেন, তাঁর বাবা যখন তাঁকে ছেড়ে চলে যান তখন তাঁর বয়স মাত্র ১৫। লিখেছেন, ৩০ বছর আগে ছবি তোলাটাই বিলাসিতা ছিল, তাই ৫ বছরের জন্মদিনের ছবিটা ছাড়া, তাঁর সঙ্গে তাঁর বাবার আর কোনও ছবি নেই। এছাড়াও অপরাজিতার পোস্টে উঠে এসেছে বাবাকে নিয়ে একরাশ আক্ষেপ...
গতবছরই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা, রবিবার পিতৃদিবসে স্মৃতিমেদুর হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লিখেছেন, ''আমার জন্য প্রতিদিন, প্রতি মিনিট, প্রতিটি সেকেন্ড পিতৃদিবস হয়ে গেছে। বাবা ছেড়ে চলে যাওয়ার পর থেকে, তোমায় যে কি মিস করি আমি.... এখনও বিশ্বাস করি আবার দেখা হবে আমাদের.. অপেক্ষায় আছি.. আমার বাবা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সেরা..