নারীশক্তির জয়জয়কার! এই দশকে দেশের জন্য জান লড়িয়ে সাফল্য এনেছেন মহিলা ক্রীড়াবিদরা
পাঁচজন খেল রত্ন পুরস্কার প্রাপকদের মধ্যে এবার তিনজনই মহিলা ক্রীড়াবিদ। বোঝাই যাচ্ছে, দেশের জন্য ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য এবার ঈর্ষনীয়। রেকর্ড বলছে, গত এক দশকে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য আকাশছোঁয়া।
২০১০ সালের পর থেকে ভারত যে কটা অলিম্পিক পদক জিতেছে তার মধ্যে অর্ধেক মহিলা ক্রীড়াবিদদের অর্জন করা। ২০১৯ সালে এম সি মেরি কম বক্সিং-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নতুন ইতিহাস লিখেছিলেন। পুরুষ ও মহিলা, দুই ক্যাটেগরি-তে আটটি পদকজয়ী প্রথম বক্সার তিনি।
২০১৪ ও ২০১৮ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জেতেন বিনেশ ফোগট। দুটি টুর্নামেন্টে সোনাজয়ী প্রথম অ্যাথলিট হয়েছিলেন তিনি।
রানি রামপালের অধিনায়কত্বে ভারতের মহিলা হকি দল টোকিও অলিম্পিকের টিকিট অর্জন করেছে। ২০১৮ কমনওয়েলথ গেমসে দুটি সোনাসহ মোট চারটি পদক জিতেছিলেন টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা।
এই দশকেই টেনিসে পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জেতেন সানিয়া মির্জা। ডাবলসে এক নম্বর হয়েছিলেন তিনি। পিভি সিন্ধু এই দশকেই ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি অলিম্পিকে পদকও জিতেছেন।