Fengal: ২৭ নভেম্বরের দিকে তাকিয়ে কাঁপছে গোটা উপকূল অঞ্চল! তবে তার আগে জেনে নিন, আগামীকাল কী ঘটবে...
পরবর্তী সময়ে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপও হতে পারে।
আরো শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন আশঙ্কার কথাও কোনো কোনো মডেল জানিয়েছে।
ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ হবে 'ফিনজাল'।
তবে বাংলা তো বটেই ভারতের কোনো উপকূলে এর কোনো প্রভাব পড়ার আশঙ্কা থাকছে না বলেই এখনও পর্যন্ত মনে করা হচ্ছে।
এটি শ্রীলঙ্কায় ল্যান্ডফল করতে পারে বলে কোনো কোনো আবহাওয়া মডেল দাবি করছে।
'ফিনজালে'র ল্যান্ডফল ২৭ নভেম্বর হতে পারে। তবে ঝড় দানা বাঁধতে থাকেল এটি তীব্র হয়ে উঠতে থাকবে ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে।