বেবি বাম্প নিয়েই `ফিল্ম ফেয়ার`-এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সুরভিন চাওলা
অক্ষয় কক্করের সঙ্গে নিজের ছবির সামনে ছোট্ট ছোট্ট এক জোড়া জুতোর ছবি পোস্ট করে নিজের মা হওয়ার খবর প্রথমে জানিয়েছিলেন অভিনেত্রী।
খুব শীঘ্রই মা হতে চলেছেন 'কহি তো হোগা' টেলি অভিনেত্রী সুরভিন চাওলা।
বেবি বাম্প নিয়ে ফিল্ম ফেয়ার স্টাইল অ্যান্ড গ্ল্যামার অ্যাওয়ার্ড ২০১৯ এর রেড কার্পেটে হাজির হন সুরভিন।
২০১৫ সালে বিজনেসম্যান বন্ধু অক্ষয় ঠক্করের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুরভিন। তবে এই বিষয়টি সকলের অবগত হয় ২০১৭তে।
জানা যায় এক কমল ফ্রেন্ডের মাধ্যমে অক্ষয় ঠক্করের সঙ্গে আলাপ হয় সুরভিনের।
গত বছর নভেম্বরে নিজের মা হওয়ার খবর জানান সুরভিন।
মঙ্গলবার বেবি বাম্প নিয়েই ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে হাজির হয়েছিলেন সুরভিন।
কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে নিজের সাধ ভক্ষণের পার্টির ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
সুরভিনের সাধের অনুষ্ঠানে দেখা যায়, তাঁর কিছু বন্ধু-বান্ধবকে।
অনুষ্ঠানের দিন এক্কেবারে ক্যাসুয়াল ঢিলেঢালা পোশাকেই দেখা যায় সুরভিনকে।