মোদী সরকারের কোন মন্ত্রী কী ফোন ব্যবহার করেন? জেনে নিন

Pinaki Bhattacharyya Tue, 25 Jun 2019-3:43 pm,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মন্ত্রীসভায় সব থেকে টেক-স্যাভি বলাই যায়। নরেন্দ্র মোদী Apple সংস্থার Iphone ব্যবহার করতে ভালবাসেন। অনেক সময়েই তাঁকে এই ফোন থেকে সেলফি তুলতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও যুক্ত থাকেন এই ফোন থেকেই। তথ্যের নিরাপত্তার খাতিরেই সবসময় Iphone ব্যবহার করেন তিনি।

স্মার্টফোনের দৌড়ে নরেন্দ্র মোদীর পরেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে Apple Iphone XS ব্যবহার করেন তিনি। এই ফোন ব্যবহার করেই অনেক দলীয় কাজকর্ম সারেন তিনি।

কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি একটি Apple Iphone ব্যবহার করেন। এই ফোনটি তাঁকে ফেসবুক ও টুইটারে অ্যাকটিভ থাকতে সাহায্য করে। টুইটারে প্রায় ৫০ লাখ ফলোয়ার নীতিন গড়কড়ির।

ইস্পাত দপ্তরের প্রতিমন্ত্রী মন্ত্রী ফগ্গন সিং কুলাসতে দুটি ফোন ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া ও কাজকর্মের জন্য ব্যবহার করেন Apple Iphone। অন্যদিকে ফোন করা ও টুকটাক কাজের জন্য Samsung-এর কিপ্যাড-যুক্ত ফোন ব্যবহার করেন।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও জৈব গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুটি স্মার্টফোন ব্যবহার করেন। তার মধ্যে একটি Apple Iphone। অপরটি একটি উচ্চ মানের অ্যান্ড্রয়েড ফোন। সোশ্যাল মিডিয়ায় জন সংযোগের পাশাপাশি তাঁর দপ্তরের কাজেও ব্যবহার করেন এই দুই ফোন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে দেখা গেছে। টুইটারে বেশ অ্যাকটিভ থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

দিল্লিতে বিজেপি প্রধান ও লোকসভা এমপি মনোজ তিওয়ারী একটি Iphone ব্যবহার করেন। তার পাশাপাশি Samsung-এর বিভিন্ন মডেলের ফোন ব্যবহার করতেও দেখা গেছে তাঁকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link