ভুয়ো ছবি ছড়িয়ে CAA বিরোধিতা বুদ্ধিজীবী অপর্ণা সেনের? এফআইআর বিধাননগরে
নিজস্ব প্রতিবেদন: এনআরসি ও সিএএ-র বিরোধিতায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন অপর্ণা সেন। তাঁর বিরুদ্ধেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠল ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ। বিধাননগর থানায় অপর্ণার বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
গত ১২ জানুয়ারি এনআরসি-সিএএ বিরোধিতায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেন অপর্ণা সেন। ছবিতে দেখা গিয়েছে, নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিস কর্মীরা। আর একটি ছবিতে রক্তাক্ত শিশুর মুখ।
টুইটারে ছবির কোলাজ দিয়ে হিন্দিতে অপর্ণা লিখেছিলেন,'কুছ নেহি বোলুঙ্গা।' বাংলা তর্জমা, কিছু বলব না। অভিনেত্রী কিছু বলতে না চাইলেও তাঁর ছবি পোস্টে স্পষ্ট ঠিক কী বোঝাতে চেয়েছেন।
গতবছর নভেম্বরে আইনজীবীদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন দিল্লি পুলিস। সেই বিক্ষোভের প্ল্যাকার্ডগুলিতে ফটোশপের কারসাজি করে 'নো এনআরসি, নো সিএবি' করা হয়েছে।
অপর্ণা সেনের বিরুদ্ধে ফটোশপ করে ভুয়ো ছবি পোস্ট করার অভিযোগ করেছেন রাজারহাটের বাসিন্দা জনৈক জয় চক্রবর্তী। আইনি নোটিসও পাঠানো হয়েছে পরিচালককে। তাঁকে ১৫ দিনের মধ্যে যথাযথ উত্তর না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।