আলিপুর জাজেস কোর্টে আগুন, পুড়ে ছাই পুরনো রেকর্ড, আগুনের কারণ নিয়ে উঠছে প্রশ্ন
শ্রাবন্তী সাহা: সাত সকালে আলিপুর জাজেস কোর্টে আগুন। ১৩ নম্বর কোর্টে আগুন লাগে বলে জানা গিয়েছে।
যে রুমে আগুন লাগে সেখানে রয়েছে বহু পুরনো নথি এবং রেকর্ড। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন।
যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে, জাজেস কোর্টের এই ১৩ নম্বর রুমেই আগুন লাগে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহাল মহলে।
জানা যাচ্ছে, ওই রুম ছাড়া বাকি আশপাশের রুম সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে। কোথাও আগুনের আঁচটুকুও পড়েনি।
শুধুমাত্র রেকর্ড রুমে আগুন লাগায় ‘ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছেন কেউ কেউ। আগুনের কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।