বিড়ির আগুন থেকে হাওড়া-ফলকনুমা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড
হাওড়া-ফলকনামা এক্সপ্রেসে আচমকা আগুন লেগে পুড়ে গেল একটি কামরা।
শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে সাঁতরাগাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সেকেন্ড লাইনে। সেখানেই দাঁড়িয়েছিল হাওড়া-ফলকনামা এক্সপ্রেসের ওই খালি রেকটি।
আগুনের লেলিহান শিখায় পুরো কামরাটিই ভস্মীভূত হয়ে গিয়েছে। রেলের তরফে দ্রুততার সঙ্গে ওই কামরাটি খুলে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে অন্য কামরা আগুন ছড়িয়ে পড়েনি।
ঘটনায় আতঙ্ক ছড়ায় সাঁতরাগাছি স্টেশনচত্বর জুড়ে। পরে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে তার আগে প্রাথমিকভাবে রেলের গ্রুপ-ডি কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান।
রেলের উচ্চপদস্থ আধিকারিকদের দাবি, পুরো ট্রেনটি ফাঁকা ছিল। ঘটনার সময়ে কোনও যাত্রী ছিল না সেখানে। তাই প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
তবে কীভাবে ট্রেনটিতে আগুন লাগল তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
এদিকে অবশ্য ঘটনার পরই এক সন্দেহভাজন ব্যাক্তিকে আটক করেছে আরপিএফ। তার নাম সন্টু রায়। জি-২৪ ঘন্টাকে তিনি জানিয়েছেন, তিনি মুম্বই থেকে এখানে বেড়াতে এসেছেন। ট্রেনটির কামরায় তিনি একাই ছিলেন।
কামরায় বসে তিনি বিড়ি খাচ্ছিলেন। সেই বিড়ি তিনি ট্রেনের কামরায় ফেলে দেন। তার থেকেই পুরো কামরায় আগুন ধরে যায়।
যদিও ওই ব্যক্তি কতটা সত্যি বলছেন সেই বিষয়ে তদন্ত করে দেখছেন আরপিএফ কর্তারা। পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন রেলের তদন্তকারীরা।