Kulpi Fire: কুলপিতে ভয়ংকর আগুন! পুড়ে ছাই একাধিক বাড়ি, ঢুকতে পারল না দমকলও...
নকীবউদ্দীন গাজী: কুলপি বিধানসভার অন্তর্গত বেলপুকুর অঞ্চলের অধীনে গাজীপাড়ায় ভয়াবহ আগুন লেগে পুড়ে গেল কয়েকটি বাড়ি।
পুলিসের স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা যায়, এই আগুন শর্ট-সার্কিট থেকে লাগে।
গ্রামের লোকজন জানতে পেরে জল ঢালতে থাকে এবং পরে প্রশাসনের লোকজনও আসে রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার ব্রিগেড এসে ফিরে যায়।
তবে কোন মানুষের হাতা হাতের কোন খবর না থাকলেও পুরোপুরি ঘর ভস্মীভূত হয়ে যায়। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিস প্রশাসন।
স্থানীয় বিধায়ক জাগরঞ্জনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের শীতের কম্বল, ত্রিপল ও শুকনো খাবার ব্যবস্থা করেন পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি। হলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক।