`নপুংসক নাকি, হাতে চুড়ি পরে বসে নেই`, প্রকাশ্যেই হঠাত্ কেন বিস্ফোরক ফিরহাদ হাকিম?
"গুজরাট থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করা যাবে না। আমরা নপুংসক নাকি, হাতে চুরি পরে বসে নেই।" '২১এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ডিজিট্যাল প্রচারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, "বাংলায় একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আমাদের আশেপাশে প্রত্যেক সাধারণ মেয়েই মমতা, তাঁদের কাউকেই শেষ করা যাবে না। বাইরে মানুষ বাংলায় ঢুকে কিছুই করতে পারবে না।"
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির ডিজিট্যাল টিম প্রচার শুরু করেছে 'আর নয় মমতা'। তারই বিরুদ্ধে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম।
আমফানে ক্ষতিগ্রস্তদের কেন্দ্রীয় সাহায্য প্রসঙ্গে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও সরাসরি আক্রমণ করেন তিনি। বলেন, "এখন ই গর্ভনেন্স প্রথা চালু হয়েছে। রাজ্য সরকারের সাইটে ক্লিক করলেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এখানে টাকা নয়ছয় কোনওভাবেই সম্ভব নয়। আপনারা এমন মেছো পলেটিক্স করবেন না। এটা অশিক্ষার পরিচয়।"
দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ কোটি টাকা আপনারা সরাসরি পেমেন্ট করুন।"