বর্ষার জলযন্ত্রণা থেকে রেহাই, ১০০ কোটির নয়া টানেল বেহালায়, ঘুরে দেখলেন মেয়র
নিজস্ব প্রতিবেদন : বর্ষায় বেহালাবাসীর জলযন্ত্রণা দূর করতে তৈরি হল মাইক্রোটানেলিং সিস্টেম। কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট-র আওতায় তৈরি হয়েছে নতুন এই নিকাশি ব্যবস্থা।
এর আগে ডায়মন্ড হারবার রোড ধরে একটি নিকাশি টানেল তৈরি করা হয়েছে। এবার জামসেলং সরণি ধরে এই ৭ কিলোমিটার নিকাশি টানেল তৈরির কাজ শেষ হল।
কয়েকটা এলাকার কানেকটিং লাইনের কাজ চলছে, সেটা শেষ হলেই দিন পনেরোর মধ্যেই চালু হয়ে যাবে এই নিকাশি টানেল।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই নিকাশি নালা। আজ টানেলে নেমে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে হালহকিকত ঘুরে দেখেন।
এই কাজের ফলে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন বেহালার ১২৩, ১২৪, ১২৫, ১৪৩, ১৪৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অর্থাৎ শীলপাড়া, বাস্কেটবল গ্রাউন্ড, ঠাকুরপুকুর, জোকার একটা অংশ উপকৃত হবে।