ফুটবলে মজে ভাবী মেয়র, ধরা দিলেন ফুল মুডে
চেতলা আলিপুর ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ফুটবল র্যালির আয়োজন করা হয়।
তাতেই অংশ নেন কলকাতা পুরসভার ভাবী মেয়র ফিরহাদ হাকিম।
আগামীকাল কলকাতা পুরসভার মেয়র পদে নির্বাচন।
নির্বাচনে ফিরহাদ হাকিমের বিপক্ষে দাঁড়িয়েছেন বিজেপির মীনাদেবী পুরোহিত।
কলকাতা পুরসভার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর পরবর্তী মেয়র কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়।
পুরসভার কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে ও দক্ষ, এমন কাউকেই দায়িত্বে আনতে আগ্রহী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই পরিপ্রেক্ষিতেই বেছে নেওয়া হয় ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিমকে মেয়র হিসেবে নির্বাচন করার জন্য সংশোধন করা হয় পুরনিগম আইনও।
কিন্তু তার বিরোধিতা করে প্রার্থী দেয় বিজেপি। আগামীকাল নির্বাচন। তার আগে আজ খোশ মেজাজে ক্যামেরাবন্দি হলেন 'ববিদা'।