রাজপরিবারে চলল গুলি, মল্ল রাজবাড়ির ভিতরই মিলল রাজার গুলিবিদ্ধ দেহ! জোর চাঞ্চল্য

Sat, 01 Aug 2020-3:13 pm,

নিজস্ব প্রতিবেদন : এখন আর সেদিন নেই। রাজত্ব গিয়েছে বহুদিন। রাজপাটও নেই। তবু এলাকায় পরিচিত ছিলেন রাজা বলেই। আজ রাজবাড়ির ভিতরই উদ্ধার হল রাজার গুলিবিদ্ধ দেহ। 

 

বাঁকুড়ার মল্লগড়ের রাজপরিবার। রাজত্ব নেই।  তবু মল্ল রাজত্বের রাজা হিসাবেই সকলে চিনত সলিল সিংহ ঠাকুরকে। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে। 

আজ সাতসকালেই গুলির শব্দে কেঁপে ওঠে মল্লগড় বিষ্ণুপুর। আচমকা গুলির শব্দে উৎসুক মানুষের ভিড় জমায় মল্ল রাজ দরবারে। এরপরই জানা যায়, মল্ল রাজপরিবারের বর্তমান রাজা সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ দেহ পড়ে রয়েছে বাড়ির ভিতর। আর দেহের পাশেই পড়ে রয়েছে তাঁর লাইসেন্সযুক্ত একনলা বন্দুক।

খবর পৌঁছতেই বিষ্ণুপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। খুন না আত্মহত্যা? সবদিক খতিয়ে দেখে শুরু হয়েছে তদন্তও। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সলিল সিংহ ঠাকুর। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, হয়তো অবসাদ থেকেই নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সলিল সিংহ ঠাকুর।

যদিও বিষয়টি নিয়ে কোনওরকম মুখ খুলতে চায়নি রাজ পরিবারের অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, মল্ল পরিবারের কূলদেবী মৃণ্ময়ীর পুজো বা রাজ পরিবারের অন্যান্য আচার, অনুষ্ঠান, উৎসবে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যেত রাজা সলিল সিংহ ঠাকুরকে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link