বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলল জার্মানিতে

Tue, 18 Sep 2018-6:08 pm,

বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হল জার্মানিতে। দু’কামরা বিশিষ্ট নীল রংয়ের এই ট্রেনটি একেবারেই প্রকৃতিবান্ধব।

বাস্প বা ইলেক্ট্রিক চালিত ট্রেনের থেকে হাইড্রোজেন চালিত ট্রেনের সুবিধা কী? প্রথমত এটি প্রকৃতিবান্ধব। অর্থাত্ অন্যান্য ট্রেনের তুলনায় দূষণ কম উত্পন্ন হয় এই ট্রেনটি থেকে।

এই ট্রেনটি তৈরি করেছে ফ্রান্সের টিজিভি মেকার সংস্থা অ্যালস্টম। উত্তর জার্মানির বুক্সটেহুড, ব্রেমেরভয়র্দে, ব্রেমেরহ্যাভেন, কুক্সহ্যাভেন জুড়ে প্রায় ১০০ কিলোমিটার যাত্রা করল হাইড্রোজেন চালিত ট্রেনটি।

অ্যালস্টম সংস্থার সিইও হেনরি জানিয়েছেন, বাণিজ্যিকভাবে এই ট্রেন চালানোর জন্য একেবারে প্রস্তুত। হাইড্রোজেন জ্বালানি পুনর্ব্যবহার করা যাবে।

আরও ১৪টি ট্রেন ডেলিভার করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই সংস্থার সিইও হেনরি। এ বিষয়ে জার্মানি সরকারও আগ্রহী দেখিয়েছে বলে জানা গিয়েছে।

হাইড্রোজেন কীভাবে এই ট্রেনকে চালাতে সাহায্য করবে? ওই সংস্থার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে তৈরি হবে যে তড়িত্শক্তি সেটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। 

এর সঙ্গে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখবে অতি ক্ষমতাসম্পন্ন ইওন ব্যাটারি। এরফলে ইঞ্জিন চলাকালীন দূষণ বলতে শুধুমাত্র বাস্প এবং জল নির্গত হবে।

বিশেষজ্ঞদের দাবি, একটি সম্পূর্ণ ভর্তি হাইড্রোজেন ট্যাঙ্কের থেকে উত্পন্ন শক্তিতে প্রায় এক হাজার কিলোমিটার যাত্রা করবে এই ট্রেন।

জার্মানির দেখা দেখি ব্রিটেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, ইতালি এবং কানাডাও হাইড্রোজেন ট্রেন চালু করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান হেনরি।

এমনকি ২০২২ সালের মধ্যে ফ্রান্সও হাইড্রোজেন ট্রেন চালু করবে বলে জানান তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link