প্রথম Metro ঢুকল Dakshineswar-এ, দেখুন কেমন হল স্টেশনের অন্দরমহল, Exclusive ছবি
অয়ন ঘোষাল : চাকা গড়াল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর। প্রথম ট্রেন ঢুকল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে।
বুধবার সকালে পরীক্ষামূলকভাবে প্রথমবার চলল নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো। স্টেশনে ট্রেন ঢুকতেই উত্সাহী মানুষজন ক্যামেরাবন্দি করে সেই ছবি।
দক্ষিণেশ্বর নামের মধ্যেই লুকিয়ে আছে ঐতিহ্য। নতুন মেট্রো স্টেশনের অন্দরমহলের সাজসজ্জাতেও তার ছাপ স্পষ্ট।
ঝাঁ চকচকে মেট্রো স্টেশনে রয়েছে যাত্রীদের সুবিধার্থে আধুনিক সবরকম ব্যবস্থাপনা।
স্টেশনের অন্দর সজ্জায় রয়েছে LED ডিসপ্লের গ্যালারি। বঙ্গ সংস্কৃতির বিভিন্ন দিক, ঐতিহ্য তুলে ধরা হয়েছে সেই গ্যালারির মাধ্যমে।
মেট্রোর প্রথম চাকা গড়াবে আজ। সকাল থেকেই তাই স্টেশনে ছিল সাজ সাজ রব। নতুন স্টেশনকে পরিচ্ছন্ন রাখতে চেষ্টার খামতি নেই মেট্রো কর্মীদের।
লকডাউনের মধ্যে শেষ হয়েছিল পরিকাঠামোর যাবতীয় কাজ। কিন্তু সিগন্যালিং-এর কিছু যন্ত্রাংশ আসার কথা ছিল বিদেশ থেকে। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সেই যন্ত্রাংশ আনা সম্ভব হচ্ছিল না। সেই সমস্যা মিটতেই শেষ হল কাজ।
টানা ১০ বছর অপেক্ষার পর আজ ট্রায়াল হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর। ট্রায়াল সফল হলে, রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিললেই ২০২১-র এপ্রিল থেকে যাত্রী সাধারণের জন্য চালু হয়ে যাবে পরিষেবা।
দক্ষিণেশ্বর নামের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের নাম। মেট্রো স্টেশনের ভিতরেও তাঁদের মূর্তি স্থাপন করা হয়েছে।
নর্থ সাউথ মেট্রোর এই সম্প্রসারিত রেলপথের দৈর্ঘ্য ৪.১৪ কিলোমিটার। পথে রয়েছে দুটি স্টেশন। ডানলপ মোড়ের কাছে তৈরি হয়েছে বরানগর স্টেশন।