RamLala First Look | Ram Mandir Pran Pratishtha: হিরের মুকুট-হার, ফুলের মালায় সুসজ্জিত রামলালা! দেখুন প্রথম ছবি...

Mon, 22 Jan 2024-1:58 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্য়ায় নিজের ফিরলেন রামলালা। অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্যে দিয়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। রামলালার মূর্তি উন্মোচন করেন। 

মাথায় হিরের মুকুট, কপালে টিকা, গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে,  ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা। 

 

ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত হয়ে রামমন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর শুরু হয় রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান। 

মঙ্গল ধ্ওয়ানির মধ্যে রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। মোদীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

 

এরপর রামমন্দিরের গর্ভগৃহে রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী মোদী। রামলালার চরণে পদ্ম নিবেদন করেন। করজোড়ে প্রণাম করে যোগী আদিত্যনাথও।

তারপর রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণপ্রতিষ্ঠা শেষে রামলালাকে ষাষ্ঠাঙ্গে প্রণামও করেন মোদী।

 

আগামিকাল থেকেই জনসাধারণের দর্শনের জন্য খুলে যাবে রামমন্দির।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link