১০০ বছরে এই প্রথম! করোনা আতঙ্কে তালা ঝুলল ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর গেটে
ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর একশো বছরের ইতিহাসে এর আগে এমন কিছু হয়নি। এবার করোনাভাইরাস ছড়ানোর আতঙ্কে ভিক্টোরিয়া মেমোরিয়াল সাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত আপাতত ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাতেও একজন আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে একসঙ্গে বহু লোকের জমায়েত এড়াতেই ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোজ সাত থেকে দশ হাজার মানুষ ঘুরতে আসেন ভিক্টোরিয়ায়। তার মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ মানুষ বিদেশি।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমণেও নিশেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১শে মার্চের পর পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।