কলকাতায় এই প্রথম, আজ ইস্টবেঙ্গল মাঠে রিয়াল-বার্সা ম্যাচের লাইভ স্ক্রিনিং
কলকাতায় প্রথমবার আয়োজিত হবে লা লিগা ম্যাচের লাইভ স্ক্রিনিং। আজ ভারতীয় সময় রাত ৮.৪৫ থেকে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মহাম্যাচ। সেই এল ক্লাসিকো-র লাইভ স্ক্রিনিং হবে ইস্টবেঙ্গল মাঠে।
এর আগে দেশের একাধিক শহরে লা লিগা ম্যাচের লাইভ স্ক্রিনং আয়োজিত হলেও কলকাতায় এই প্রথম।
মরশুমের প্রথম এল ক্লাসিকো দেখার পাশাপাশি ফ্যানদের জন্য থাকছে অনেক রকম খেলা।
অর্থাত্ স্প্যানিশ লিগের ভক্তদের জন্য আজ রাতে উত্সব। আর সেই উত্সব তারা পালন করার সুযোগ পাবেন ইস্টবেঙ্গেল ক্লাবে।
এল ক্লাসিকোর লাইভ স্ক্রিনিং আয়োজনের জন্য ইতিমধ্যে সেজে উঠেছে ইস্টবেঙ্গল তাঁবু।
থাকছে জায়ান্ট স্ক্রিন। এছাড়াও ফুটবল আবহ গড়ে তুলতে সাজানো হয়েছে লাল-হলুদ তাঁবু।