শক্তি বাড়ছে ভারতীয় বায়ু সেনার, অক্টোবরেই রাফাল আসছে বাংলায়

Mon, 28 Sep 2020-9:15 am,

আরও পাঁচটি রাফাল বিমান পাচ্ছে ভারতীয় বায়ু সেনা। অক্টোবরই ফ্রান্স থেকে দেশে চলে আসবে পাঁচটি রাফাল। 

পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনে রাখা হবে পাঁচটি রাফাল। চিনের সঙ্গে সীমান্তে উত্তজনা বাড়লে রাফাল পাঠানো হতে পারে লাদাখে।

১০ সেপ্টেম্বর পাঁচটি রাফাল ভারতীয় বায়ু সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আপাতত সেগুলি আম্বালার এয়ারপোর্ট স্টেশনে রয়েছে।

৪.৫ ফোর্থ জেনারেশন-এর ফাইটার জেট রাফাল ব্যবহার হয়েছে ইরাক, আফগানিস্তান, মালি, লিবিয়ার মতো দেশে। ভারত যে রাফাল পেয়েছে সেগুলি আরবি ০০১-০০৫ সিরিজের।

আম্বালায় রাফালের জন্য বহু পুরনো ১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনকে পুনর্জীবিত করা হয়েছে। গোল্ডেন অ্যারোজ গঠন করা হয়েছিল ১৯৫১ সালে। কিন্তু ২০১৬ সালে মিগ বিমানের সার্ভিস পিরিয়ড শেষ হওয়ার পরই গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন অফ করা হয়েছিল। কিন্তু রাফালের জন্য সেটি আবার গঠন করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link