ভারতে প্রথম, রেলস্টেশনই পাঁচতারা হোটেল, নীচ দিয়ে যাবে ট্রেন
রেলস্টেশনের উপরে পাঁচতারা হোটেল! তাও ভারতে? চমকে যাবেন না, এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল।
গুজরাটের গান্ধীনগরই হতে চলেছে দেশের প্রথম রেলস্টেশন, যার উপরেই হতে চলেছে পাঁচতারা হোটেল।
২০১৭ সালে ভূমি পূজন করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালের প্রথম দিকে অর্থাত্ লোকসভার আগেই পাঁচতারা হোটেলের উদ্বোধন করবেন নমো।
শুধু পাঁচতারা হোটেল নয়, যাত্রীদের বসার জন্য ৬০০০ আসন। মডিউলার শৌচালয়, কিয়স্ক, বুক স্টলও থাকছে গান্ধীনগর স্টেশনে।
এতটা পড়েই চমকে গেলেন, বিদেশের মতো স্টেশনে থাকবে মাল্টিপ্লেক্স, বিপণী বিতান অর্থাত্ শপিংমল। শপার্স স্টপ ও বিগ বাজারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে রেল।
৬৫ মিটার উঁচু এই পাঁচতারা হোটেলই হতে চলেছে গান্ধীনগরের সর্বোচ্চ বহুতল। ২১,০০০ বর্গ ফুট জুড়ে থাকছে হোটেল। তার মধ্যে ২৯০০ বর্গ ফুটে থাকবে অফিস। সুইমিংপুলও রয়েছে হোটেলে।